আমেরিকা

অভিশংসন দণ্ড থেকে রেহাই পেলেন ট্রাম্প

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসন দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন। দ্বিতীয়বারের মতো এই দণ্ড থেকে রেহাই পেলেন তিনি। সিনেটের অভিশংসন আদালতে সংখ্যাগরিষ্ঠ সদস্য ট্রাম্পকে দণ্ড দেওয়ার পক্ষে ভোট দিয়েছে, তবে সাংবিধানিক আইনে রেহাই পেয়েছেন তিনি। দণ্ড আরোপের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সিনেট সদস্যের ভোট পড়েনি। ফলে অভিশংসন আদালতের চূড়ান্ত ৫৭-৪৩ ভোটের মাধ্যমে দণ্ড বেঁচে যান ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির পক্ষে থেকে অভিশংসন দণ্ড কার্যকর করার জন্য সিনেটে আদালত বসেন। শুরুতেই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রস্তাব পাঠ করা হয়। ক্যাপিটল হিলে হামলার মাধ্যমে সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে প্ররোচনা ও উসকানির অভিযোগে সিনেটে ট্রাম্পের দ্বিতীয় অভিশংসনের বিচার অনুষ্ঠিত হয়। কিন্তু রিপাবলিকান সিনেটরদের প্রয়োজনীয়সংখ্যক ভোট না পাওয়ায় বিচারে ট্রাম্পকে দণ্ডিত করা যায়নি। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জন্য দায়ী করে আনা অভিযোগ অভিশংসনযোগ্য বলে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করা হয়। ট্রাম্পের পক্ষে তাঁর আইনজীবীরা যুক্তিগুলো খণ্ডন করেন।
এলএবাংলাটাইমস/ওএম