আমেরিকা

বাড়ির মালিকদের করোনা সহায়তা ভাতার মেয়াদ বাড়লো

করোনায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের জন্য করোনা সহায়তার ভাতার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাইডেন প্রশাসন। এর আগে বাড়ির মালিকেরা বকেয়া কিস্তি পরিশোধ করার জন্য সময় পায় মার্চের ৩১ তারিখ পর্যন্ত৷ আদমশুমারি ব্যুরো ফিগার জানায়, প্রায় ১২ শতাংশ বাসিন্দা বকেয়া কিস্তি নির্ধারিত সময়ে শোধ করতে ব্যর্থ হয়েছে। হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, প্রায় দশ মিলিয়ন বাসিন্দা এখনো বকেয়া কিস্তি পরিশোধ করেনি। এর কারণ করোনায় যুক্তরাষ্ট্রের অজস্র মানুষের কর্মহীন অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। একই সাথে বর্ধিত করা হয়েছে ডিপার্টমেন্টস অব হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট ও ভেটেরানস এফেয়ার এন্ড এগ্রিকালচারের কিস্তি পরিশোধের সময়সীমা। এলএবাংলাটাইমস/ওএম