আমেরিকা

৬০০ ডলার স্টিমুলাস চ্যাক না পেলে কী করবেন?

অনেকেই আছে যারা এখনো স্টিমুলাস চ্যাকের ৬০০ ডলার পাননি। এতোদিন ভাতা পাওয়ার অপেক্ষায় যারা ছিলো, তাদের এবার পরিকল্পনা পরিবর্তনের সময় এসেছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দ্য ইন্টারনাল রেভিনিউ সার্ভিস জানায়, প্রথম ও দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ দেওয়া শেষ হয়েছে৷ ফলে 'গেট মাই পেমেন্ট' লিংক আর কাজ করবে না। তবে যারা অর্থ পাননি, তাদের হতাশার কিছু নেই। তারা অর্থ পাওয়ার জন্য রিকোভারি রিবেট কার্ড এর জন্য এপ্লাই কর‍তে পারবে৷ যার মাধ্যমে তারা আরো বড় আকারের রিফান্ড কিংবা আরো সীমিত ট্যাক্স বিল পাবেন। তবে রিকোভারি রিবেট কার্ড পাওয়ার জন্য কারা যোগ্য, সেটি জানতে ও পেতে আগে কিছু করণীয় আছে। প্রথমেই ২০২০ সালের ট্যাক্সের ফাইলিং করতে হবে। মূলত ২০১৮ ও ২০১৯ সালের ট্যাক্স রিটার্নের উপর ভিত্তি করে ইকোনমিক্যাল ইম্প্যাক্ট ভাতা দেওয়া হয়। ২০২০ সালের ট্যাক্স রিটার্ন কতো হলে রিকোভারি রিবেট কার্ড পাওয়া যাবে জেনে নিন- বিবাহিতদের জন্য বছরের আয় ১ লাখ ৫০ হাজার সর্বোচ্চ হতে হবে। বিপত্মীক বা বিধবাদের জন্যও এই নিয়ম প্রযোজ্য। হেড অব হাউজহোল্ড হলে সর্বোচ্চ আয় হতে হবে ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার। একক আয়ের জন্য সর্বোচ্চ আয় ৭৫ হাজার ডলার থাকতে হবে। এলএবাংলাটাইমস/ওএম