আমেরিকা

অভিবাসীদের নাগরিকত্ব দিতে ডেমোক্র্যাটদের বিল উত্থাপন

বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার সুযোগ তৈরিতে বিল উত্থাপন করেছে ডেমোক্র‍্যাটরা। প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন পরিকল্পনার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিলটি উত্থাপন করা হয়। যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ বৈধ কাগজপত্রহীন অভিবাসী রয়েছে। উত্থাপিত বিলে বলা হয়, এই অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ না দেয়ার কোনো কারণ নেই। অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার জন্য অভিবাসন নীতি সংস্কার জরুরি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। আগামী আট বছরে বৈধ কাগজপত্রহীন অবস্থায় বসবাসরত ও কর্মরত ১ কোটি ১০ লাখ অভিবাসীকে নাগরিকত্ব প্রদানের সুযোগ সৃষ্টি করা এই বিলের লক্ষ্য। এই অভিবাসীদের মধ্যে কৃষিশ্রমিক এবং শিশুকালে পরিবারের সঙ্গে আসা ব্যক্তিদের দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ সৃষ্টি করা হবে অথবা বৈধভাবে কাজ করার সুযোগ দিতে তাদের গ্রিন কার্ড দেয়া হবে। অভিবাসীদের অধিকারে কাজ করা সংগঠনগুলো জানায় , তারা আশা করছে বিলটি কংগ্রেসে পাস হবে। এলএবাংলাটাইমস/ওএম