আমেরিকা

তৃতীয় প্রণোদনা প্যাকেজের পূর্ণাঙ্গ বিল উপস্থাপন ডেমোক্র্যাটদের

তৃতীয় প্রণোদনা প্যাকেজের পূর্ণাঙ্গ বিল উপস্থাপন করেছে ডেমোক্রেটিকরা। ১ হাজার ৯০০ কোটি ডলারের এই প্রণোদনা প্যাকেজের পূর্ণ বিল আগামী সপ্তাহেই হাউজে পাশ হতে পারে৷ প্রণোদনা প্যাকেজের পূর্ণ বিলে ফেডারেল কর্মীদের সর্বনিম্ন মজুরি ঘন্টাপ্রতি ১৫ ডলারে উন্নীত, বছরে ৭৫ হাজার ডলারের কম আয়কারীদের জন্য ১৪০০ ডলার স্টিমুলাস চেক ও বেকারভাতা হিসেবে ৪০০ ডলার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অর্থ সহায়তার প্রস্তাব বিল উত্থাপন করা হয়েছে৷ হাউজ বাজেট কমিটির কাছে তৃতীয় প্রণোদনা প্যাকেজের পূর্ণ বিল একত্রে জমা দেওয়া হয়েছে৷ বাজেট কমিনিটর প্যানেল বিলটি পর্যালোচনার পর আগামী সপ্তাহের সোমবার হাউজে ভোটাভুটির জন্য উত্থাপন করা হতে পারে। বিল পাশ হওয়ার সম্ভাবনা বেশি তবে ডেমোক্রেটিক দল হাউজে খুব অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ থাকায় একটু সংশয় রয়েছে৷ রিপাবলিকান আইনুপ্রণেতারা দাবি করছে, এই বিলটিতে খুব বেশি অর্থ খরচ হচ্ছে৷ তাই বিলটির বিপক্ষে অবস্থান নিতে ডেমোক্রেটিক দলের অনেককে নিজেদের পক্ষে আনতে কার্যক্রম শুরু করেছে রিপাবলিকানরা৷ প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত বিলটিতে স্কুল, টিকা বিতরণ এবং স্টেট ও স্থানীয় সরকারের জন্য বড় অংকের বরাদ্দ রাখা হয়েছে৷ হাউজ অব রিপ্রেজেনটেটিভদের ভোটে বিলটি পাশ হলে পরে হাউজ অব সিনেটে বিলটি উত্থাপন করা হবে৷ সিনেটে ডেমোক্রেটিক ও রিপানলিকানদের সংখ্যা ৫০-৫০। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ভোটের মাধ্যমে ডেমোক্রেটিকদের হয়ে বিলটি পরে পাশ করাতে পারবেন। এদিকে, হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি জানান, আগামী মার্চের ১৪ তারিখের মধ্যে বিলটি পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিলটি পাশ করাতে ডেমোক্রেটিকরা জোর প্রচেষ্টা চালাচ্ছে।  হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির অফিস থেকে বিলটি পাশ করাতে আইনপ্রণেতাদের বার্তা পাঠানো হয়েছে৷ এই প্রণোদনা প্যাকেজের আওতায় ভাতার জন্য যোগ্য নাগরিকেরা ১ হাজার ৪০০ ডলার পাবেন। তবে রিপাবলিকানদের আপত্তির মুখে স্টিমুলাস চ্যাক আরো 'টার্গেটেড' হয়ে যাচ্ছে। টার্গেটেড স্টিমুলাস চ্যাক কী? বাইডেন ঘোষিত ১৪০০ ডলারের স্টিমুলাস চ্যাক বিষয়ে আপত্তি তুলেছিলো রিপাবলিকানরা। তাঁরা জানান, ১৪০০ ডলার স্টিমুলাস চ্যাকে অনেক বেশি পরিমাণ অর্থ খরচ হয়ে যায়। তবে পরবর্তীতে বাইডেন জানান, ভাতার পরিমাণ ১৪০০ ডলার থেকে কমানো হবে না। বরং এবারের ভাতা আরো 'টার্গেটেড' হবে। গত দুইবার একক ভাবে বছরে ৭৫ হাজার ডলারের কম এবং পারিবারিকভাবে যাদের আয় ১ লাখ ৫০ হাজারের কম, তাদেরকে ভাতার জন্য বিবেচিত করা হয়েছিলো। এবারে যাদের ইনকাম বছরে ৩ লাখ ডলারের বেশি, তারা ভাতার জন্য বিবেচ্য হবে না। স্টিমুলাস চ্যাক হতে পারে 'ফাস্ট ট্র‍্যাকড' মধ্য-মার্চের এক সপ্তাহ আগেই স্টিমুলাস চ্যাক বিল পাশ হতে পারে৷ তবে তৎক্ষনাৎ এই অর্থ পাওয়া যাবে না। এর জন্য বেশ কিছু জিনিসের উপর নির্ভর করতে হবে। বিশেষ করে ট্যাক্স সেশন ২০২০ এর উপর ভাতার অর্থ কবে নাগাদ পাওয়া যাবে- সেটি নির্ভর করবে। কবে নাগাদ অর্থ পাওয়া যাবে? দ্বিতীয় ভাতার অর্থ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় পাশ করেছিলেন। খুব দ্রুত বিলটি পাশ হওয়ার জন্য তাগাদা থাকায় অর্থ খুব দ্রুত পাঠিয়েছিলো অর্থ মন্ত্রণালয়। তবে যেহেতু এবারে ট্যাক্স সেশন ২০২০ রয়েছে, তাই তৃতীয় স্টিমুলাস চ্যাক খুব দ্রুত পাওয়া যাবে বলে সম্ভাবনা নেই। ঘোষিত ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের এই প্যাকেজে কর্মহীনদের জন্য বেকারভাতা, করোনায় গৃহহীন হওয়া বাসিন্দাদের  সহায়তা ও খাদ্য সহায়তার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া অঙ্গরাজ্য ও স্থানীয় সরকার এবং ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য আরও বেশি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে প্রস্তাবে। বর্তমানে বেকারভাতা হিসেবে সপ্তাহে ৩০০ ডলার করে দেওয়া হয়। জো বাইডেনের প্রস্তাবে এর পরিমাণ বাড়িয়ে ৪০০ ডলার করার কথা বলা হয়েছে। কী আছে এবারের প্রণোদনা প্যাকেজে? দ্বিতীয় প্রণোদনা প্যাকেজে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাত্র ১১ সপ্তাহের সহায়তা দেওয়ার মতো তহবিল পাস করা হয়, যা আগামী মার্চেই শেষ হয়ে যাবে। ফলে একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হচ্ছিল কাজ হারানো মানুষদের। বাইডেনের প্রস্তাব নিঃসন্দেহে তাদের আশ্বস্ত করবে। এ ছাড়া ঘণ্টাপ্রতি মজুরি হার ১৫ ডলারে উন্নীত করতে কংগ্রেসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন। এছাড়া মহামারির সময়ে কাজ হারানো নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলোকে বাড়িভাড়ায় সহায়তা দিতে ২ হাজার ৫০০ কোটি ডলারের তহবিল রাখার কথা বলা হয়েছে। গত ডিসেম্বরে দ্বিতীয় প্রণোদনায় ঘোষিত আড়াই হাজার কোটি ডলারের তহবিলের সঙ্গে এটি যোগ হবে। এর বাইরে বাড়ির বিপদগ্রস্ত বাড়ির মালিকদের বিভিন্ন সেবার বিল পরিশোধ বাবদ ৫০০ কোটি ডলারের একটি তহবিল রাখা হয়েছে। এ ছাড়া গৃহহীন হওয়ার ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে সহায়তার জন্য উদ্যোগ নিতে অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে আরো ৫০০ কোটি ডলার রাখার কথাও বলেছেন বাইডেন। পাশাপাশি ঋণ পরিশোধ করতে না পারায় উচ্ছেদের আশঙ্কায় থাকা পরিবারগুলোকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উচ্ছেদ না হওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ফেডারেল সরকারের পক্ষ থেকে এই নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম