আমেরিকা

ইমিগ্রেশেন সেন্টারে 'জালিয়াতির' অভিযোগে লিব্রে বাই নেক্সাসের বিরুদ্ধে মামলা

ইউএস ইমিগ্রেশন সেন্টারে অভিবাসীদের সাথে ফি জালিয়াতির অভিযোগ এনে লিব্রে বাই নেক্সাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইউএস কনজ্যুমার ওয়াচডগ ও তিন রাজ্যের এটর্নি জেনারেল। অভিযোগে বলা হয়েছে, লিব্রে বাই নেক্সাস ইউএস ডিটেনশন সেন্টারের অভিবাসীদের সাথে ভুয়া বন্ড বেইল ও দেনাগ্রহীতাদের হুমকির মতো অপরাধের সাথে যুক্ত আছে। দ্যা কনজ্যুমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরো ও নিউ ইয়র্ক, মাসাচুসেটস এবং ভার্জিনিয়ার এটর্নি জেনারেল এই অভিযোগে মামলা দায়ের করেছেন৷ অভিবাসীদের কয়েক বছর ধরে অতিরিক্ত মাসিক আদান-প্রদানের সাথে আবদ্ধ রাখার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, 'লিব্রে জালিয়াতির মাধ্যমে অভিবাসীদের ভুল তথ্য প্রদান করে ও পুনরায় ভুয়া গ্রেফতারের হুমকি দিয়ে থাকে'। এলএবাংলাটাইমস/ওএম