আমেরিকা

ট্রাম্পের বিতর্কিত গর্ভপাত ও অভিবাসী নীতি বিষয়ে শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত গর্ভপাত আইন ও অভিবাসী নীতি নিয়ে শুনানি শুরু করতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। তবে শুনানি শুরুর আগেই এই দুই নীতি প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন প্রত্যাহার করে নিতে পারে। যে দুইটি বিষয়ে শুনানি হবে সেগুলো হলো- ট্রাম্প প্রশাসনের আরোপিত নীতি যা নারীদের সরকারি ক্লিনিকে গর্ভপাত করাতে বাঁধা দেয়। আরেকটি নীতি হলো, যদি কোনো অভিবাসী ফুড স্ট্যাম্প বা অন্য কোনো পাবলিক বেনিফিট ভোগ করে- তবে গ্রিন কার্ড পাবে না। তবে আগামী অক্টোবরের আগে এই বিষয়গুলো নিয়ে শুনানি হওয়ার সম্ভাবনা নেই। তবে ইতোমধ্যে বাইডেন প্রশাসন এই দুইটি নীতির বিরুদ্ধে মত দিয়েছে। বেশ কয়েকটি সংগঠন জানিয়েছে, সুপ্রিম কোর্টে এই বিষয়গুলো উঠার আগেই বাইডেনের উচিত ত্বরিত এসব আইন রদ করা এবং পরিবর্তন করা। ২০১৯ সালে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এর আইন অনুযায়ী, যারা ফেডেরাল বেনিফিট ভোগ করছেন তারা গ্রিন কার্ডের জন্য বিবেচ্য হবে না। একই সাথে বিভিন্ন অঙ্গরাজ্যে গর্ভপাতের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যাপারেও দাবি করছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠনগুলো। এলএবাংলাটাইমস/ওএম