আমেরিকা

ট্রাম্প প্রশাসনের প্রবর্তিত নাগরিকত্ব প্রশ্নমালা বাতিল

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে ট্রাম্প প্রশাসনের প্রবর্তিত প্রশ্নমালা বাতিল করেছে বাইডেন প্রশাসন। গত বছর অভিবাসীদের নাগরিকত্ব প্রাপ্তিকে দূরূহ করে তুলতে নতুন এই প্রশ্নমালা চালু করেছিল ট্রাম্প প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে এক নির্দেশনায় জানানো হয়, নাগরিকত্ব পরীক্ষার জন্য ২০০৮ সাল থেকে চালু থাকা প্রশ্নপত্রের ব্যবহার করা হবে। ট্রাম্প প্রশাসনের প্রবর্তিত প্রশ্নমালায় যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রক্ষণশীল ঘরানার প্রশ্ন রাখা হয়েছিল। তবে এই প্রশ্নমালা জারির পরপরই প্রতিবাদ করেছিল অভিবাসীরা। ট্রাম্প প্রশাসনের প্রবর্তিত নাগরিকত্ব প্রশ্নমালা আগামী পহেলা এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, নতুন প্রশ্নমালা হালনাগাদ না করা পর্যন্ত ২০০৮ সাল থেকে চালু করা প্রশ্নপত্রে আবেদনকারীরা নাগরিকত্বের পরীক্ষা দিতে পারবেন। যারা গত ১ ডিসেম্বর থেকে ১ মার্চ সময়ের মধ্যে নাগরিকত্বের আবেদন করবেন, তাদের জন্য উভয় প্রশ্নপত্রই কিছুদিন চালু থাকবে বলে জানানো হয়েছে। কারণ, অনেক নাগরিকত্ব আবেদনকারীর পরীক্ষার সময়সূচি নির্ধারিত হয়ে গেছে এবং তারা ২০২০ সালের প্রশ্নপত্র অনুযায়ী নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। বৈধ অভিবাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে ও যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এলএবাংলাটাইমস/ওএম