আমেরিকা

বাইডেনের নির্দেশে সিরিয়ায় রকেট হামলা

প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথম কোন দেশের উপর আক্রমণের নির্দেশ দিলেন। সিরিয়ায় ইরানপন্থি সন্ত্রাসীদের উপর আক্রমণ চালিয়েছে পেন্টাগন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এই রকেট হামলার ঘটনা গণমাধ্যমে জানানো হয়েছে। মূলত ইরাকে মার্কিন সেনা ঘাঁটি ও দূতাবাসে রকেট হামলার পর তিনি এই নির্দেশ দেন বাইডেন। তবে আরো বড়সড় হামলার পরিকল্পনা থাকলেও জো বাইডেনের নির্দেশে অপেক্ষাকৃত ছোট এই হামলা চালানো হয়েছে। পেন্টাগন জানিয়েছে, সিরিয়ায় ইরানপন্থি সন্ত্রাসীদের উপর আক্রমণ চালানো হয়েছে। সীমান্তের কন্ট্রোল পয়েন্টে সন্ত্রাসীদের বেশ কিছু পরিকাঠামো ধ্বংস করা হয়েছে। আক্রমণের মূল লক্ষ্য ছিল ইরানপন্থি দুই মিলিশিয়া কাতাইব হেজবোল্লাহ এবং কাতাইব সঈদ আল-সুহাদা। সম্প্রতি ইরাকে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। তাতে একজন কন্ট্রাক্টরের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়। তারপর বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করেও রকেট হামলা হয়। সাতটি ৫০০ পাউন্ডের বোমা কয়েকটি বাড়ির উপর ফেলা হয়েছে। সিরিয়া-ইরাক সীমান্তে এই বাড়িগুলো থেকেই অস্ত্র পাচার করা হতো এবং সন্ত্রাসীরা ইরাকে ঢুকত বলে অভিযোগ রয়েছে। পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, ইরাকে মার্কিন সেনা ঘাঁটি ও দূতাবাসে যারা রকেট হামলা চালিয়েছিল, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হয়েছে। ইরাকের এক সামরিক কর্মকর্তা জানিয়েছে, মার্কিন হামলায় একজন মারা গেছেন, আহত হয়েছে অনেক। এলএবাংলাটাইমস/ওএম