আমেরিকা

৩ হাজার ডলার চাইল্ড ট্যাক্স ক্রেডিট হাউজে অনুমোদন

প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত ১ হাজার ৯০ কোটি ডলারের তৃতীয় প্রণোদনা প্যাকেজ নিম্নকক্ষে পাশ হয়েছে। ডেমোক্রেটিক আইনপ্রণেতারা প্রণোদনা প্যাকেজের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছেন ইতোমধ্যে। পরিকল্পনায় চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়ানোর একটি প্রস্তাবনা রয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, আগামী এক বছরের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়ানো হচ্ছে ও এটিকে সম্পূর্ণ ফেরতযোগ্য করা হচ্ছে। বর্তমানে, ১৭ বছরের নিচে যেসব শিশুকে পোষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, তাদের ২ হাজার ডলার ট্যাক্স ক্রেডিট বরাদ্দ আছে৷ এই ক্রেডিট পেতে শিশুকে অবশ্যই পরিবারের সাথে ছয় মাস একত্রে থাকার বিধান রয়েছে। তবে ২০২১ সালের চাইল্ড ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে কিছু পরিবর্তন রাখা রয়েছে। প্রথমত, ২০২১ সালের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট বর্ধিত করা হয়েছে। একই সাথে বয়সসীমা ১৭ বছর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। দ্বিতীয়ত, অধিকাংশ পরিবারের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়িয়ে ৩ হাজার ডলার নির্ধারণ করা হয়। আর যেসব শিশুর বয়স ৬ বছরের কম, তাদের জন্য ৩৬০০ ডলার নির্ধারণ করা হয়েছে। তৃতীয়ত, এই প্রস্তাবনায় ২৫০০ ডলার আর্নিং ফ্লোর উঠিয়ে দেওয়া হয়েছে। চতুর্থত, চাইল্ড ট্যাক্স ক্রেডিটকে সম্পূর্ণ ফেরতযোগ্য করে দেওয়া হয়েছে। পাশাপাশি অর্ধেক ক্রেডিট আগেভাগেই পেয়ে যাবে শিশুদের পরিবার। আইআরএসের মাধ্যমে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এই ভাতা দেওয়া হবে৷ এলএবাংলাটাইমস/ওএম