আমেরিকা

মে’র মধ্যে সকল আমেরিকানদের জন্য টিকা: বাইডেন

চলতি বছরের মে মাসের মধ্যে সকল আমেরিকানদের টিকা দেওয়ার মতো সক্ষমতা অর্জন করবে যুক্তরাষ্ট্র- জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে স্কুল খুলে দিতে শিক্ষকদের এই মাসের মধ্যে টিকাদান ও গ্রহণের ব্যাপারে জোর দিয়েছেন তিনি। মঙ্গলবার (২ মার্চ) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই কথা জানান প্রেসিডেন্ট জো বাইডেন।  একই সাথে হোয়াইট হাউজের প্রচেষ্টায় দুই প্রতিদ্বন্দি ফার্মাসিটিক্যাল প্রতিষ্ঠান মার্ক এন্ড কোং এবং জনসন এন্ড জনসন টিকা উৎপাদনে সম্মিলিতিভাবে কাজ করবে বলেও জানিয়েছেন বাইডেন। জো বাইডেন বলেন, জনসন এন্ড জনসনের টিকা উৎপাদন পুরোদমে শুরু হয়ে গেলে আগামী মে মাসের মধ্যে সকল আমেরিকানকে টিকা দেওয়ার মতো যথেষ্ট ডোজ উৎপাদন হয়ে যাবে। এর আগে বাইডেন জানিয়েছিলে, সকল আমেরিকানকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে আগামী জুলাই মাস পর্যন্ত সময় লাগবে। তবে বাজারে এখন তিনটি টিকার প্রচলণ থাকায় টিকাদান কার্যক্রম দ্রুতগতিতে সম্পন্ন হবে।   এলএবাংলাটাইমস/ওএম