আমেরিকা

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

ইরাকে মার্কিন ও মিত্র বাহিনীর সম্মিলিত সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিরিয়ার ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী এই হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দল এই হামলার দায় স্বীকার করেনি। মিত্রবাহিনীর মুখপাত্র কর্নেল ওয়াইনে মোরাত্তো জানান, ইরাক সরকারের তত্ত্ববধানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ১০টি রকেট ছোঁড়া হয়েছে। বুধবার (৩ মার্চ) সকাল ৭টার দিকে আল-আসাদ সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। তবে এই রকেট হামলায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে মিত্রবাহিনীর মুখপাত্র। তবে হামলার কারণে হার্ট-এটাকে একজনের মৃত্যু হয়েছে। তবে মৃতের জাতীয়তা প্রকাশ করা হয়নি।      হামলার পর ইরাকের সামরিক বাহিনী জানায়, রকেট হামলার তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রকেট ছোঁড়ার জন্য যে বেইজ ব্যবহার করা হয়েছে, সেটি উদ্ধার করা হয়েছে। সামরিক ঘাঁটির ৫ মাইল দূর থেকে এই হামলা চালানো হয়েছে। কয়েকদিন আগেই সিরিয়ায় ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিলো যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতেই পাল্টা জবাব দিতে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম