আমেরিকা

যুক্তরাষ্ট্রে বেড়েছে কর্মহীন ভাতার আবেদন সংখ্যা

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহের থেকে এই সপ্তাহে কর্মহীন ভাতার আবেদন বেড়েছে ৯ হাজার। সপ্তাহ শেষে কর্মহীন ভাতার মোট আবেদন হলো ৭ লাখ ৪৫ টি। যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় বৃহস্পতিবার (৪ মার্চ) এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও অর্থনীতি আগের মতো চাঙ্গা হয়ে উঠেনি। করোনার প্রভাবে এখনো চাকরি হারাচ্ছেন অনেক মার্কিনী। বর্তমানে কর্মহীন ভাতার আওতায় রয়েছে ৪০ লাখ ৩০ বাসিন্দা৷ আরো ১ কোটি ৮০ লাখ বাসিন্দা যে কোনো ভাতার আওতায়ভূক্ত রয়েছে। কর্মহীন ভাতার আবেদন সবচেয়ে বেশি বেড়েছে টেক্সাসে। সাম্প্রতিক শীত ও বৈদ্যুতিক সংকটের কারণে টেক্সাসের অর্থনীতিতে প্রভাব পড়েছে। প্রায় ১৮ হাজার আবেদন পড়েছে টেক্সাস থেকে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে ওহাইওতে। প্রায় ১৭ হাজার আবেদন পড়েছে ওহাইও থেকে। এলএবাংলাটাইমস/ওএম