আমেরিকা

২৫ বছর যুক্তরাষ্ট্রে থেকেও সুপ্রিম কোর্টের রায়ে নির্বাসন এড়াতে ব্যর্থ অভিবাসী

২৫ বছর যুক্তরাষ্ট্রে থেকেও নির্বাসন এড়াতে ব্যর্থ হলো ক্লেমেন্ট পেরেইডা নামের এক ব্যক্তি। সোশ্যাল সিকিউরিটি নাম্বার জালিয়াতি করে চাকরি নেওয়ায় রাজ্য আদালত থেকে নির্বাসনের রায় পান তিনি। নির্বাসন এড়াতে সুপ্রিমকোর্টে আপিল করার পর রাজ্য আদালতের রায় বহাল রাখা হয়। বৃহস্পতিবার (৪ মার্চ) সুপ্রিমকোর্ট ৫-৩ ভোটে পেরেইডার নির্বাসন আদেশ বহাল রেখেছে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের নির্বাসন প্রক্রিয়া এড়ানো এখন থেকে আরো কঠিন হয়ে গেলো বলে মনে করা হচ্ছে। ১৯৯৫ সালে ম্যাক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান পেরেইডা। ভুয়া সোশ্যাল সিকিউরিটি নাম্বার ব্যবহার করে পরবর্তীতে তিনি চাকরি নেন। কিন্তু ২০০৯ সালে তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ভুয়া বলে সাব্যস্ত হয় ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি তার বিরুদ্ধে নির্বাসনের নির্দেশ জারি করে। পরে নির্বাসন নির্দেশ বাতিলের জন্য আবেদন করেন পেরেইডা। তবে রাজ্যের ইমিগ্রেশন বিচারক তার আবেদনটি নাকচ করে দেয়। পরবর্তীতে পেরেইডার আইনজীবী সুপ্রিমকোর্টে এই নির্বাসন আদেশ বাতিলের আবেদন জানায়। কিন্তু আজ সেই আবেদনও বাতিল করে দিয়ে নির্বাসনের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। পেরেইডার পক্ষে ডেমোক্রেটিক ঘরানার বিচারকরা দাঁড়ালেও রিপাবলিকানদের ভোটে নির্বাসন এড়াতে ব্যর্থ হোন পেরেইডা। এলএবাংলাটাইমস/ওএম