নতুন আন্তর্জাতিক রুট চালুর ফলে যাত্রী পরিবহনে রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অন্টারিও আন্তর্জাতিক বিমানবন্দর (ONT)। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই ২০২৫ ছিল তাদের ইতিহাসের দ্বিতীয় ব্যস্ততম মাস এবং আন্তর্জাতিক যাত্রীর দিক থেকে সর্বোচ্চ রেকর্ডের মাস।
গত জুলাইয়ে অন্টারিও বিমানবন্দর দিয়ে মোট ৬ লাখ ৮১ হাজার ৯১২ জন যাত্রী ভ্রমণ করেছেন, যা ২০০৭ সালের জুলাইয়ের পুরোনো রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এ সংখ্যা গত বছরের জুলাইয়ের তুলনায় ২.৩% বেশি। এর মধ্যে দেশীয় যাত্রী ছিলেন প্রায় ৬ লাখ ২৫ হাজার, যা গত বছরের তুলনায় কিছুটা কম। তবে আন্তর্জাতিক যাত্রী বেড়েছে ৫৩% — সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯৫৪ জনে। এ প্রবৃদ্ধিই বিমানবন্দরকে নতুন ইতিহাস গড়তে সহায়তা করেছে।
জুন মাসে তাইওয়ানের স্টারলাক্স এয়ারলাইন্স অন্টারিও থেকে তাইপের সরাসরি ফ্লাইট চালু করে। এর ফলে জুনেই আন্তর্জাতিক যাত্রীর নতুন রেকর্ড গড়ে বিমানবন্দরটি। জুলাইয়ে মেক্সিকোর স্বল্পমূল্যের এয়ারলাইন ভোলারিস ১৪টি নতুন সাপ্তাহিক ফ্লাইট চালু করে, যার মধ্যে লস কাবোসে দৈনিক ফ্লাইটও রয়েছে। স্টারলাক্স ও ভোলারিসের এই নতুন রুটগুলোই অন্টারিও বিমানবন্দরকে আন্তর্জাতিক যাত্রীর সর্বোচ্চ রেকর্ডে পৌঁছে দিয়েছে।
অন্টারিও আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের প্রধান নির্বাহী আতিফ এলকাদি বলেন, “প্রতি মাসেই প্রমাণ হচ্ছে, স্থানীয় সম্প্রদায় যদি নিজেদের বিমানবন্দরে বিশ্বাস রাখে, তবে কী সম্ভব তা বাস্তবায়ন করা যায়। এ রেকর্ড শুধু যাত্রী বৃদ্ধির নয়, এটি প্রমাণ করছে অন্টারিও এখন এক বৈশ্বিক প্রবেশদ্বার।”
এলকাদি আরও জানান, এটি অন্টারিও বিমানবন্দরের টানা ৫৩তম প্রবৃদ্ধির মাস।
চলতি বছরের হিসেবে দেশীয় ভ্রমণ গত বছরের তুলনায় ১.১% বেড়েছে, আর আন্তর্জাতিক ভ্রমণ বেড়েছে ৯.১%।
শুধু যাত্রী নয়, পণ্য পরিবহনেও বিমানবন্দর ভালো করছে। জুলাই ২০২৫-এ এয়ার কার্গো পরিবহন আগের বছরের জুলাইয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও সামগ্রিকভাবে চলতি বছরে পণ্য পরিবহন কিছুটা (৩.২%) কম। তবে ডাক পরিবহন বেড়েছে ২০০%-এর বেশি। যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ ইউপিএসকে বড় চুক্তি দেওয়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। এর ফলে চলতি বছরের মোট কার্গো পরিবহন বেড়েছে ১০.৫%।
এলকাদি বলেন, “পণ্য পরিবহনে এ প্রবৃদ্ধি প্রমাণ করে যে, ইনল্যান্ড এম্পায়ার এখনো বিশ্বের অন্যতম শক্তিশালী সাপ্লাই চেইন কেন্দ্র।”
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম