আমেরিকা

নারী অর্থনৈতিক সমতা নিয়ে দুই নির্বাহী আদেশে সই করবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের নারীদের অর্থনৈতিক সমতা সম্পর্কিত দুইটি নির্বাহী আদেশে সই করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, সোমবার (৮ মার্চ) প্রেসিডেন্ট নির্বাহী আদেশ দুইটিতে স্বাক্ষর করবেন। তবে এইসব নির্বাহী আদেশের বিষয়বস্তু কী, সেই বিষয়ে বিস্তারিত জানানো থেকে বিরত ছিলেন জেন সাকি। তবে জানান, নির্বাহী আদেশে প্রেসিডেন্ট স্বাক্ষর করার পর এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। যুক্তরাষ্ট্রের নারীদের অধিকার বিষয়ে বেশ গুরুত্বারোপ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের বিভিন্ন পদে নারীদের গুরুত্ব দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট এই বিষয়টিই প্রমাণ করে। এছাড়া জো বাইডেন হোয়াইট হাউজভিত্তিক একটি জেন্ডার পলিসি কাউন্সিল চালু করেছেন, যার কাজ হচ্ছে সব এজেন্সি ও ডিপার্টমেন্টে উন্নয়ন কর্মসূচি নেওয়ার সময় নারীদের অধিকার ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা। নির্বাচনের আগে প্রেসিডেন্ট জো বাইডেন কথা দিয়েছিলেন, তাঁর প্রশাসন নারীদের বেতন বৈষম্য দূর করবেন, নারীভিত্তিক ব্যবসায় বিনিয়োগ করবেন এবং কর্মক্ষেত্রের বৈষম্য দূর করতে কাজ করবেন। এলএবাংলাটাইমস/ওএম