প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনের প্রিয় দুই কুকুর মেজর ও চ্যাম্পকে ছাড়তে হলো হোয়াইট হাউজ। তাদের ফিরে যেতে হলো বাইডেনের ডেলওয়ারের বাড়িতে।
হোয়াইট হাউজের পরিবেশের সাথে যেনো ঠিক মানিয়ে নিতে পারছিলো না মেজর ও চ্যাম্প। ১৩ বছর বয়েসী চ্যাম্প বয়সের কারণে কিছুটা নমনীয় থাকলেও ৩ বছরের মেজর যেনো কিছুইতেই শান্ত থাকার নয়।
হোয়াইট হাউজের এক নিরাপত্তাকর্মীকে কামড়েই দিয়েছে শেষ পর্যন্ত জাতে জার্মান শেফার্ড মেজর। আর এর প্রেক্ষিতে গত সপ্তাহে তাদের পাঠিয়ে দেওয়া হলো ডেলওয়ারে।
হোয়াইট হাউজের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, মেজর প্রায় সময়ই নিরাপত্তা কর্মীদের উপর চড়াও হতো। ঘেউ-ঘেউ, লাফালাফি আর আক্রমণাত্মক ব্যবহার দিয়ে আতংকিত করে তুলতো চারপাশ। শেষ পর্যন্ত কামড়ে দেয় এক নিরাপত্তাকর্মীকে। ফলে উইলমিংটনের ডেলওয়ারের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের।
২০১৮ সালে ডেলওয়ারের একটি অ্যানিম্যাল শেল্টার থেকে মেজরকে দত্তক নিয়েছিলেন বাইডেন। বয়সে ছোট বিধায় হয়তো আচরণও কিছুটা আক্রমণাত্মক মেজরের।
এলএবাংলাটাইমস/ওএম