আমেরিকা

স্বাধীনতা দিবসের দিন করোনামুক্ত হবে যুক্তরাষ্ট্র: বাইডেন

৪ জুলাই স্বাধীনতা দিবসের দিন যুক্তরাষ্ট্র করোনা মুক্ত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতীকী ভাবে মহামারী করোনা থেকে মার্কিনীরা ৪ জুলাই স্বাধীনতা পাবে উল্লেখ করে জো বাইডেন বলেন, আমরা যদি টিকাদান কর্মসূচি দ্রুত বেগে চালিয়ে যাই তাহলে ভালো সম্ভাবনা আছে আমরা সফল হবো এবং স্বাধীনতা দিবস উদযাপন করতে পারব। আগামী ১ মে'র মধ্যে প্রাপ্তবয়স্কদের টিকা দিতে রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হবে বলেও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। টিকাদান কার্যক্রম গতিশীল করতে ইতোমধ্যে বিভিন্ন রাজ্যে দন্ত চিকিৎসক ও পশুচিকিৎসকদের করোনা টিকা প্রয়োগের অনুমতি দেওয়া হচ্ছে। ক্ষমতা গ্রহণের আগে বাইডেন মার্কিনীদের উদ্দেশ্য করে বলেছিলেন, ১০০তম দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকা প্রদান নিশ্চিত করা হবে। এলএবাংলাটাইমস/ওএম