আমেরিকা

আলাস্কায় হেলিকপ্টার বিধ্বস্ত: পাঁচজনের মৃত্যু, আহত এক

যুক্তরাষ্ট্রের শীতল অঞ্চল আলাস্কার একটি হিমবাহতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনাইয় আহত হয়েছে আরো একজন। দ্য আলাস্কা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, শনিবার (২৭ মার্চ) রাতে এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। অ্যানকরাজের ৫৪ মাইল পূর্বে নিক হিমবাহতে এই দুর্ঘটনাটি ঘটেছে। দ্য ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি সূত্র জানিয়েছে, দ্য আলাস্কা রেসকিউ কোর্ডিনেশন সেন্টারস উদ্ধারকারী দল পাঠিয়ে পাঠিয়ে পাঁচজনকে মৃত অবস্থায় এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করে।    আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর হলেও সর্বশেষ খবরে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পাবলিক সেফটি কর্তৃপক্ষ। দ্য আলাস্কা স্টেট ট্রুপার্স, দ্য আলাস্কা আর্মি ন্যাশনাল গার্ড এবং দ্য আলাস্কা মাউন্টেইন রেসকিউ গ্রুপ এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেটি এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখতে দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনাস্থলে পোঁছাবে বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়কিভাবে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর কারণ, এখনো পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম