যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করতে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও গণতন্ত্রের জন্য চীন সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করেছে ইউএস ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
এফবিআই এর প্রধান ক্রিস্টোফার রে বলেন, চীন আমেরিকার সবচেয়ে বড় শত্রু। চীনে সম্পর্কিত ২ হাজার ৫০০টি মামলা এফবিআই তদন্ত করছে ও প্রতি ১০ ঘণ্টায় একটি করে চীন সম্পর্কিত নতুন তদন্ত ফাইল চালু করতে হচ্ছে।
বুধবার (১৪ মার্চ) হোয়াইট হাউজকে দেওয়া নিয়মিত ইন্টিলিজেন্স ব্রিফিং-এ এই কথা জানান এফবিআই প্রধান।
সাম্প্রতিক সময়ে নৌ-বহরের মুখোমুখি অবস্থান নিয়ে ওয়াশিংটন এবং বেইজিং এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এছাড়া তাইওয়ান ও হংকং বিষয়েও উত্তেজনা ছড়াচ্ছে দেশ দুইটি।
এফবিআই প্রধানের পাশাপাশি সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস ও ইউএস ডিরেক্টর ফর ন্যাশনাল ইন্টিলিজেন্স চীনের বিভিন্ন তৎপরতা নিয়ে হোয়াইট হাউজকে অবহিত করেন।
এলএবাংলাটাইমস/ওএম