ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মিয়ামির এক নারীকে আটক করা হয়েছে। সাউদার্ন ডিস্ট্রিক্ট ফ্লোরিডার আদালতে এই বিষয়ে একটি ক্রিমিনাল চার্জ গঠন করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, 'ফেব্রুয়ারি ১৩ থেকে ১৮ তারিখের মধ্যে নিভিয়ান পেটিট ফিলপস নামের এই নারী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে হত্যার হুমকি দিয়েছে এবং শারীরিকভাবে নিগৃহিত করার হুমকি দিয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের টাইটেল ১৮ ও ইউনাইটেড স্টেট কোড সেকশন ৮৭১ লংঘন হয়েছে'।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ওই নারী তার জেলে থাকা স্বামীকে জে'পে অ্যাপের মাধ্যমে ছবি পাঠানো ও কথা বলার সময় এই হুমকি প্রদান করে।
কামালা হ্যারিসের মৃত্যু কামনা করে ওই নারীর বেশ কিছু ভিডিওবার্তা উদ্ধার করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম
কামালা হ্যারিসের মৃত্যু কামনা করে ওই নারীর বেশ কিছু ভিডিওবার্তা উদ্ধার করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম