শরণার্থী অনুমোদনের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নেওয়া নীতিই বহাল রেখেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে প্রতিবছর ১৫ হাজার শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমোদন দেয়। সেই একই নীতিতে অটল থাকেন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (১৬ এপ্রিল) এই সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন।
এর আগে ক্ষমতায় বসে শুরুর দিকেই ট্রাম্পের শরণার্থী নীতিতে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। শরণার্থী অনুমোদনের সংখ্যা প্রতিবছর ১৫ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ৬৫ হাজার করার কথা বলেছিলেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি থেকে সরে এসে ট্রাম্পের নীতিতেই রইলেন তিনি। এ বিষয়টি নিয়ে বাইডেন প্রশাসন সমালোচনার মুখে পড়েছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, চলতি অর্থবছরের অবশিষ্ট দিনগুলোর জন্য আগামী ১৫ মে ‘চূড়ান্ত ও বর্ধিত’ শরণার্থী অনুমোদনের সংখ্যা ঘোষণা করা হবে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে রেকর্ড পরিমাণ অভিবাসী ঢল সৃষ্টি হয়েছে। এর মধ্যে আরও মানুষের অনুমোদন নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট বাইডেন।
বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এ ১৫ হাজার শরণার্থী অনুমোদন পাবেন। বাইডেন নতুন পরিকল্পনায় দেখা গেছে, আফ্রিকা থেকে সাত হাজার, পূর্ব এশিয়া থেকে এক হাজার, ইউরোপ ও মধ্য এশিয়া থেকে দেড় হাজার, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে তিন হাজার, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া থেকে দেড় হাজার এবং অনির্ধারিত অঞ্চল থেকে এক হাজারজনকে নির্ধারণ করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম