আমেরিকা

নেবরাস্কায় শপিংমলে বন্দুক হামলায় ১ জনের মৃত্যু, আহত ১

নেবরাস্কার ওমাহায় একটি শপিংমলে বন্দুকধারীর হামলায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো একজন। শনিবার (১৭ এপ্রিল) ওমাহার ওয়েস্টরোডস শপিং সেন্টারে এই বন্দুকহামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওমাহা পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, বন্দুকধারীর হামলায় একজন পুরুষের মৃত্যু হয়েছে। হামলার পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে বার্জান মার্সি হসপিটালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে। এরপর কিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ জানায়, এর কিছুক্ষণ পর অন্য আরেক নারী হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসা নিতে আসে। ওই নারী জানায়, শপিংমলে বন্দুক হামলায় ওই নারী আহত হয়েছেন। ওমাহা পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, এটি কোনো সংঘবদ্ধ হামলা নয় বরং একটি বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। সিসিটিভি ফুটেজ ঘেঁটে পুলিশ জানায়, হামলাকারী খুব সম্ভবত দুইজন ছিলো। শপিংমল থেকে দুইজন সন্দেহভাজনকে পালিয়ে যেতে দেখা গেছে। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এই হামলার তদন্ত করতে আগামী কয়েকদিন পর্যন্ত শপিংমলটি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে শপিংমলে আসা গ্রাহকদের বরাতে জানা যায়, হামলার ঘটনার পরেই গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই শিশুসহ বাথরুমে লুকিয়ে থাকতে বাধ্য হয়। পুলিশ আসায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এলএবাংলাটাইমস/ওএম