আমেরিকা

রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে মৃত ৩, আহত ২

উইসকনসিনের কেনোশা কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। এই বন্দুক হামলায় গুরুতর আহত হয়েছে আরো দুইজন। কেনোশা কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, রোববার (১৮ এপ্রিল) সকাল ১২টার পর শেরিডান রোডের ফিফটিনথ স্ট্রিটে দ্য সোমারস হাউজে এই ঘটনা ঘটে। কেনোশা কাউন্টি শেরিফ ডেভিড জি বেথ জানান, এই হামলার সাথে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। হামলার পর ওই ব্যক্তি পালিয়ে যায়৷ এটি একটি বিচ্ছিন্ন হামলার ঘটনা৷ বেথ জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই স্থান থেকে একজনকে বের করে দেওয়া হয়। এর পরই ওই ব্যক্তি আবার ফিরে আসে বন্দুক হামলা করে। তবে ওই ব্যক্তিকে কেনো ওখান থেকে বের করে দেওয়া হয় কিংবা হামলার সাথে কতোজন জড়িত, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান শেরিফ বেথ। শেরিফ বেথ জানান, 'বন্দুক হামলার পরই ওই ব্যক্তি পালিয়ে যায়৷ এই হামলা সম্পর্কে কেউ কোনো তথ্য জেনে থাকলে কর্তৃপক্ষকে অবহিত করতে অনুরোধ জানানো হচ্ছে'। তিনি বলেন, 'আপাতত স্থানীয়দের ভয়ের কিছু নেই। হামলার ঘটনা আমরা গুরুত্ব সহকারে দেখছি'। বিভিন্ন বাহিনীর কর্মীরা ঘটনার তদন্ত করছে এবং ওই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে বলে জানান শেরিফ৷ মার্চের ১৬ তারিখের পর থেকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪৭টি বড় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এর আগে আজ ওহাইওতেও বন্দুক হামলায় একজনের মারা গেছে। এলএবাংলাটাইমস/ওএম