আমেরিকা

আমের্নিয়ার হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্র

প্রথম বিশ্বযুদ্ধে অটোমান বাহিনীর হাতে ১৫ লাখের বেশি আর্মেনীয়র হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। অটোমান সাম্রাজ্যের সময় ১৯১৫ থেকে ১৯১৭ সাল পর্যন্ত ১৫ লাখের বেশি আর্মেনীয় জনগণকে হত্যা করা হয়। শনিবার (২৪ এপ্রিল) প্রেসিডেন্ট জো বাইডেন এই  স্বীকৃতি দেন। বাইডেনই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি এই হত্যাকাণ্ডকে জেনোসাইড অর্থাৎ গণহত্যা হিসেবে সাব্যস্ত করলেন। যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতি  আর্মেনিয়ার জনগণের জন্য বড় বিজয় বলে মনে করা হচ্ছে। এর আগে ১৯৬৫ সালে উরুগুয়ে, ফ্রান্স, জার্মানি, কানাডা ও রাশিয়া ওই গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে। এক বিবৃতিতে বাইডেন বলেন, অটোমান সাম্রাজ্যের সময় গণহত্যায় যেসব আর্মেনীয় নাগরিক মারা গেছেন, আমরা তাঁদের স্মরণ করছি। এই ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যা ঘটেছে তা যেন আর কখনো না ঘটে, সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে চাই। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বাইডেন এর নেওয়া জোরালো পদক্ষেপকে স্বাগত জানান। তবে এই ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী অসন্তোষ জানাতে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ডকে তলব করেছেন। বাইডেনের সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে এবং এটি পুনরুদ্ধার করা কঠিন হবে বলে মন্তব্য করেছে তুরস্ক।
এলএবাংলাটাইমস/ওএম