অভিবাসী বিষয়ে 'আশার' কথা শুনালেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি কামালা হ্যারিস বলেন, 'যুক্তরাষ্ট্রের অভিবাসী প্রকল্প এমনভাবে সাজানো হয়েছে যেনো মানুষ আশার আলো খুঁজে পায়'।
রবিবার (২৫ মার্চ) সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অভিবাসী সংকট নিরসনে বিষয়ে প্রশ্ন করা হলে এই কথা বলেন।
কামালা হ্যারিস বলেন, 'যুক্তরাষ্ট্রের অভিবাসী প্রকল্প সাজানোর অন্যতম উপাদান হচ্ছে মানুষের মধ্যে আশা সঞ্চার করা। যারা এখানে থাকতে চায়, তাদের জন্য আমরা আছি- এই বিষয়টি তুলে ধরা'।
সাম্প্রতিক ইউএস-ম্যাক্সিকোর দক্ষিণ সীমান্তে অভিবাসন প্রত্যাশী বাসিন্দাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। সৃষ্টি হয়েছে মানবিক সংকট। অনেক শিশুরা অভিভাবক ছাড়া সীমান্তে চলে এসেছে৷ এসব চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন। কিছুদিন আগে এই সংকট মোকাবিলায় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন জো বাইডেন।
কামালা হ্যারিস অভিবাসী সংকট নিরসন বিষয়ে বলেন, 'এটি রাতারাতি সমাধান হয়ে যাওয়ার মতো সংকট নয়। এমন হলে অনেক আগেই এটি সমাধান হয়ে যেতো'।
হ্যারিস বলেন, ট্রাম্পের শাসনামলের পর সেন্ট্রাল আমেরিকার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি ধীরে ধীরে ঠিক করা হচ্ছে।
তিনি বলেন, অভিবাসী সংকটগুলোর মধ্যে অনেক সংকট আগের প্রেসিডেন্টের শাসনামলে সৃষ্ট। এসব সংকট মোকাবিলাই মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
হ্যারিস বলেন, 'আমরা ধীরে ধীরে উন্নতি করছি। তবে এই উন্নতি রাতারাতি চোখে পড়বে না। বেশ কিছু বিষয় এখনো স্থির দাঁড়িয়ে আছে। এগুলো আবার সচল করতে হবে'।
এলএবাংলাটাইমস/ওএম