চন্দ্রজয়ী অ্যাপোলো-১১ মিশনের তিন সদস্যের একজন মাইকেল কলিন্স মারা গেছেন।
বুধবার (২৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের এই মহাকাশচারী ৯০ বছর বয়সে মারা গেছেন। তাঁর পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে হার মেনেছেন কলিন্স। মৃত্যুর সময় তিনি পরিবারের সদস্যদের সান্নিধ্যে ছিলেন।
কলিন্স মারা যাওয়ায় এখন চন্দ্রজয়ী মানবদের মধ্যে ৯১ বছর বয়সী বাজ অলড্রিন কেবল বেঁচে আছেন। নিল আর্মস্ট্রং আগেই মারা গেছেন।
বিবৃতিতে কলিন্সের পরিবার বলেছেন, 'কলিন্স সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করতেন। কলিন্সের পরিবার এক বিবৃতিতে বলেন, 'মাইক একটি সৌভাগ্যময় জীবন কাটিয়ে গেছেন তিনি। মাইক তার জন্য শোক নয়, তার জীবন উদযাপন করতে চাইতো। তার সেই ইচ্ছার প্রতি আমরা পূর্ণ শ্রদ্ধা রাখি'।
এলএবাংলাটাইমস/ওএম