আমেরিকা

উপকূলে নৌকাডুবি: ৩ জনের মৃত্যু, আহত ৩০

সান দিয়েগোর উপকূলে একটি যাত্রীবোঝাই নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এই দূর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৩০ জন। প্রাথমিকভাবে এটিকে মানবপাচারের ঘটনা বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এই ঘটনায় ওই নৌকার চালককে পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ৪০ ফুট লম্বা কেবিন ক্রুজারে সক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করা ছিলো। রবিবার (২ মে) নৌকাটি পয়েন্ট লোমার কাছে এসে ঢেউয়ের ধাক্কায় ভেঙ্গে পড়ে। দূর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। আহতদের তীরে এনে তোলা হয় এবং সাগর থেকে অন্তত সাতজনকে উদ্ধার করা হয়। বর্ডার পেট্রোল এজেন্টের সুপারভাইজার জেফ স্টেফেনসন বলেন, 'আমাদের ধারণা নৌকাটি দিয়ে অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করছিল'। তিনি বলেন, 'এখনো মৃত ও আহতদের জাতীয়তা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে হাসপাতালে আমাদের এজেন্ট রয়েছেন এবং এই ঘটনার মূল হোতা হিসেবে একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে৷ তদন্ত চলছে'। উদ্ধারকারী দল জানায়, স্থানীয় সময় সাড়ে ১০টায় কাবরিলো ন্যাশনাল মাউন্টেনের কাছে দূর্ঘটনার খবর আসে। প্রাথমিকভাবে তিন-চারজনকে উদ্ধার করতে হবে বলে ধারণা করলেও পরে বড়সড় নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে বুঝতে পারে তারা। রিক রোমিও নামের এক উদ্ধারকারী জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি সম্পূর্ণ ভাঙ্গা অবস্থায় দেখতে পাই। পাঁচ থেকে ছয় ফুট উচ্চতার ঢেউ ছিল এবং পানি ছিলো ঠান্ডা, আবহাওয়া ছিলো ঝড়ো। সাম্প্রতিক সময়ে সান দিয়েগো উপকূলে অভিবাসী বোঝাই নৌকা আটকের সংখ্যা অনেক বেড়েছে বলে জানায় ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন। এলএবাংলাটাইমস/ওএম