আমেরিকা

৬২ হাজার ৫০০ শরনার্থী গ্রহণ শুরু চলতি বছরেই

চলতি অভিবাসীবর্ষে যুক্তরাষ্ট্রে ৬২ হাজার ৫০০ শরণার্থী গ্রহণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে অভিবাসনবর্ষ শুরু হয়েছে। সোমবার (৩ মে) হোয়াইট হাউজ ৬২ হাজার ৫০০ শরনার্থী গ্রহণের এই ঘোষণা দিয়েছে। হোয়াইট হাউসের ঘোষণায়, নতুন অভিবাসনবর্ষ শুরু হওয়ার আগে ৬২ হাজার ৫০০ জনের আশ্রয় অনুমোদনের প্রক্রিয়া সম্ভব হবে কী না সেটি এখনো নিশ্চিত নয়। তবে আগামী অভিবাসী বছর থেকে বার্ষিক শরণার্থী গ্রহণের সংখ্যা ১ লাখ ২৫ হাজার করার জন্য অভিবাসন বিভাগ কাজ শুরু করে দিয়েছে বলে জানানো হয়েছে। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বার্ষিক শরণার্থী গ্রহণের সংখ্যা সর্বোচ্চ ১৫ হাজারে সীমাবদ্ধ করে দিয়েছিলেন। বাইডেন গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেই বার্ষিক শরণার্থী গ্রহণের সংখ্যা বৃদ্ধি করবেন বলে জানান। এলএবাংলাটাইমস/ওএম