আমেরিকা

শরনার্থীদের আইনী সহায়তায় সরকারি অর্থ বরাদ্দের প্রস্তাব

ইমিগ্রেশন কোর্টে অভিবাসীদের বৈধ আইনী সহায়তা দেওয়ার জন্য সরকারি অর্থ বরাদ্দের দাবি করেছেন হাউজ ডেমোক্র্যাটদের ৪৮ সদস্যের একটি দল। বর্তমানে অভিবাসী কোর্টে শরনার্থীরা সরকারি অর্থ সহায়তা পায় না। যদিও ইমিগ্রেশন প্রক্রিয়া কোনো ক্রিমিনাল কার্যকলাপ নয়। হাউজ অব রিপ্রেজেনটেটিভ নরমা টরেসের প্রতিনিধিত্বে অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির কাছে ৭৫ মিলিয়ন ডলার সরকারি বরাদ্দের জন্য চিঠি প্রদান করেন। ইমিগ্রেশন কোর্টে শরনার্থীদের অনেক নেতিবাচক রায়ের মধ্য দিয়ে যেতে হয়। পরিবার বিচ্ছিন্ন, কর্মস্থল থেকে ছাঁটাই এমন আরো অভিবাসীদের বিরোধী রায় দেওয়া হয়। রিপ্রেজেনটেটিভ নরমা টরেস বলেন, 'সুষ্ঠু আইনী সহায়তার মাধ্যমে অনেক শরনার্থী একটি ন্যায্য রায় পেতে পারে ও আদালতে একটি সুষ্ঠু বিচার পেতে পারে। যাদের আইনী সহায়তা দেওয়া হয়, তাদের ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা পাঁচ গুণ বেশি থাকে'। তিনি বলেন, 'এসব আইনী সহায়তায় মামলাগুলো আরো গতিশীলভাবে চলতে পারে। সেই সাথে তারিখ পেছানোর মতো সমস্যার সমাধান হবে'। ইমিগ্রেশন কোর্ট জুডিশিয়ারি কোর্টের তত্ত্বাবধানে কাজ করে না। ডিপার্টমেন্ট অব জাস্টিক এক্সিকিউটিভ অফিস এটির রক্ষণাবেক্ষণ করে থাকে। এলএবাংলাটাইমস/ওএম