আমেরিকা

যুক্তরাষ্ট্রে শিশু জন্মহার কমেছে রেকর্ড সংখ্যক

টানা ছয় বছরের মতো ২০২০ সালেও যুক্তরাষ্ট্রে শিশু জন্মের হার রেকর্ড সংখ্যক কমেছে। পরিসংখ্যানে দেখা গেছে, ১৯৭৯ সালের পর সর্বনিম্ন শিশু জন্ম নিয়েছে গত বছর। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ও ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিকস সূত্র অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে ৩ দশমিক ৬ মিলিয়ন শিশু জন্মগ্রহণ করেছে। গত বছর থেকে শিশু জন্মহার কমেছে চার শতাংশ৷ সকল জাতিগোষ্ঠী ও নৃ-গোষ্ঠীর মধ্যেই জন্মহার কমেছে বলে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে৷ বিশেষজ্ঞরা বলছেন, দেশের সাম্প্রতিক অবস্থা জন্ম হার কমে যাওয়ার পিছনে দায়ী। করোনাভাইরাসের সংক্রমণের কারণেও জন্মহার কমেছে উল্লেখযোগ্য হারে। গর্ভধারণের উপযুক্ত ১৪ থেকে ৪৪ বছর বয়েসী নারীদের উপর সিডিসি এই পর্যালোচনা চালায়। ফার্টিলিটি রেটের সাথে শিশু জন্মের হার তুলনা করে জন্মহার রেকর্ড করা হয়েছে। ২০২০ সালে প্রতি ১ হাজার নারীর মধ্যে সাধারণ ফার্টলিটি রেট ছিলো ৫৬টি শিশু। ১৯৬০ সালের পর শিশু জন্ম হারের দিক থেকে এটিই সর্বনিম্ন। সিডিসির তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের পর ২০০৭ সাল থেকে জন্মহার কমছেই। বর্তমানে যুক্তরাষ্ট্রে শিশু জন্মহার ১ দশমিক ৬ শতাংশ- এটিই সর্বনিম্ন রেকর্ড৷ জন্মহার কমতে থাকার কারণ কী? দ্য পিও রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, মার্কিনী নারীরা এখন বেশি বয়সে মা হচ্ছেন। এর কারণ, শিক্ষাক্ষেত্রে অর্জন ও কর্মক্ষেত্রে চাপ৷ ২০১০ সালে গড়ে ২৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের নারীরা মা হতেন, এখন ২৭ বছর বয়সে মা হচ্ছেন মার্কিন নারীরা। এছাড়া করোনার কারণেও শিশু জন্মহার অনেক কমে গেছে। এলএবাংলাটাইমস/ওএম