আমেরিকা

ক্ষুদ্র ব্যবসার জন্য গ্রান্ট: কারা পাবেন অর্থ?

করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দ্য স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসবিএ) পাঁচ মিলিয়ন ডলার গ্রান্ট অনুমোদন দিয়েছেন। 'সাপ্লিমেন্ট টার্গেটেড অ্যাডভান্সেস' নামের এই গ্রান্টে ১ মিলিয়ন ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান এবং অলাভজনক প্রতিষ্ঠানকে সাহায্য করা হবে। অন্যান্য প্রোগ্রামে অর্থ পেলেও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই প্রোগ্রামের গ্রান্টের অর্থ পেতে বিবেচিত হবেন। 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে এই গ্রান্টের অর্থ প্রদান করা হবে৷ যেসব ব্যবসাপ্রতিষ্ঠান অর্থ পাওয়ার জন্য বিবেচিত হবেন, তাদের প্রত্যেকে ৫ হাজার ডলার করে ভাতা পাবেন। কারা অর্থ পাবেন? যে আবেদন করবেন, তাকে অবশ্যই নিম্ন আয়ের কমিউনিটির বাসিন্দা হতে হবে। সেই সাথে ২০২০ সালের মার্চের ২ তারিখের পর থেকে অন্তত আট সপ্তাহ ৫০ শতাংশ অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে এবং অন্তত ১০ জন বা এর কম কর্মী থাকতে হবে। আরো বিস্তারিত জানতে- http://sba.gov/eidl যে কোনো প্রশ্নের উত্তর জানতে- TargetedAdvance@sba.gov আপনার ব্যবসাপ্র‍তিষ্ঠান গ্রান্ট পাওয়ার মতো যোগ্য কী না, সেটি জানতে ভিজিজ করুন- https://sbaeidl.policymap.com/newmaps#/ এলএবাংলাটাইমস/ওএম