আমেরিকা

আনএমপ্লয়মেন্ট বেনিফিটের ট্যাক্স রিটার্ন শুরু চলতি মাসে

চতুর্থ নাগরিক প্রণোদনায় আনএমপ্লয়মেন্ট বেনিফিটের উপর ট্যাক্স রিটার্ন ঘোষণা করে বাইডেন প্রশাসন৷ ২০২০ সালের আনএমপ্লয়মেন্ট বেনিফিটের ট্যাক্স রিটার্ন চলতি মাসে প্রদান শুরু হবে। আনএমপ্লয়মেন্ট বেনিফিটের ট্যাক্স রিটার্ন হিসেবে জনপ্রতি ১০ হাজার ২০০ ডলার করে দেওয়া হবে। তবে একক ফাইল দাখিলকৃত অন্যান্যদের থেকে আরো আগে এই ট্যাক্স রিটার্নের অর্থ পাবেন। এছাড়া বিবাহিত ও জটিল ট্যাক্স দাখিলকৃতরা ট্যাক্স রিটার্নের অর্থ পেতে কিছুটা দেরি হবে। দুই ধাপে ট্যাক্স রিটার্ন পরিশোধ করা হবে দ্য আইআরএস দুই ধাপে ট্যাক্স রিটার্নের অর্থ পরিশোধ করবে। আনএমপ্লয়মেন্ট বেনিফিটের যে ফেডারেল ট্যাক্স ইনকাম আছে, সেটির ১০ হাজার ২০০ ডলার ফেরত দেওয়া হবে৷ প্রথম ধাপে শুধুমাত্র সিঙ্গেল ট্যাক্সদাতাদের অর্থ পরিশোধ করা হবে। দ্বিতীয় ধাপে, বিবাহিত যুগল ও যারা যৌথভাবে ট্যাক্স দাখিল করে থাকেন, তাদের ট্যাক্স রিটার্ন দাখিল করা হবে।
এলএবাংলাটাইমস/ওএম