আমেরিকা

ক্ষুদ্র ব্যবসার জন্য ৫ হাজার থেকে ১ লাখ ডলার লোন দেবে আমেরিকান এক্সপ্রেস

পিপল অব কালার, অভিবাসী ও নারী মালিকানাধীন ক্ষুদ্র ব্যবসা-প্রতিষ্ঠানের জন্য ৪০ মিলিয়ন ডলার লগ্নি করবে আমেরিকান এক্সপ্রেস। এটিকে বলা হচ্ছে অ্যাকউইন অপুর্চনিটি ফাণ্ড। করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এই লোন দেওয়া হবে। পিপল অব কালার অর্থাৎ যারা শ্বেতাঙ্গ ব্যতীত অন্য বর্ণের বাসিন্দা, অভিবাসী এবং নারী মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো এই লোন পাবে। ব্যবসা ভেদে সর্বনিম্ন ৫ হাজার ডলার থেকে সর্বনিম্ন ১ লাখ ডলার লোন দেওয়া হবে। গড়ে প্রতি ব্যবসা প্রতিষ্ঠান ২৮ হাজার ডলার করে পাবে। ১২ থেকে ৬০ মাসের কিস্তিতে এই লোন পরিশোধের সুযোগ থাকবে। যারা লোনের জন্য আবেদন করতে পারবে, তাদের অন্তত ১২ মাস ধরে ব্যবসা থাকতে হবে। প্রতিবছর ৫০ হাজার ডলার রেভিনিউ এর প্রমাণ দেখাতে হবে এবং ব্যবসার অন্তত ২০ শতাংশ অংশীদারত্ব থাকতে হবে। ৫ দশমিক ৯৯ ডলার থেকে ২৫ দশমিক ৯৯ ডলার পর্যন্ত সুদের হার থাকতে পারে৷ এলএবাংলাটাইমস/ওএম