আমেরিকা

সাইবার হামলায় বৃহৎ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের সেবা বন্ধ

যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুয়েল পাইপলাইন অপারেটর প্রতিষ্ঠান কলোনিয়াল পাইপলাইন সাইবার হামলার শিকার হয়ে এর সার্ভিস নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়েছে। শুক্রবার (৭ মে) প্রতিষ্ঠানটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। কলোনিয়ান পাইপলাইন যুক্তরাষ্ট্রের পরিশোধক প্রতিষ্ঠানগুলোকে গালফ কোস্ট থেকে সাউদার্ন ও ইস্টার্ন অংশে জ্বালানি সরবরাহ করে থাকে৷ এই প্রতিষ্ঠানটি প্রতিদিন ২ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল এবং অন্যান্য পরিশোধক জ্বালানি ৫ হাজার ৫০০ মাইল লাইনের মাধ্যমে সরবরাহ করে থাকে। ইস্ট কোস্টের ৪৫ শতাংশ জ্বালানির যোগানদাতা এই প্রতিষ্ঠানটি। শুক্রবার সাইবার হামলার বিষয়টি নজরে আসতেই সম্ভাব্য হুমকির কারণে জ্বালানি সরবরাহ বন্ধ করা হয়েছে৷ এই হামলায় প্রতিষ্ঠানটি প্রযুক্তি বিভাগের কিছুটা ক্ষতি হয়েছে ও সাময়িকভাবে কার্যক্রমটি বন্ধ রাখতে বাধ্য হয়েছে। প্রতিষ্ঠানটি বিবৃতিতে জানায়, এই সাইবার হামলার বিষয়টি তদন্ত করতে অন্য সাইবার সিকিউরিটি এক প্রতিষ্ঠানকে নিযুক্ত করা হয়েছে৷ রাষ্ট্রীয় ফেডারেল
এজেন্সিগুলোকেও বিষয়টি জানানো হয়েছে। তবে কতোদিন নাগাদ তাদের জ্বালানি সরবরাহ সেবা বন্ধ থাকবে, সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কলোনিয়াল পাইপলাইন। এখন পর্যন্ত গ্যাসোলিন ও ডিস্টিলেট জ্বালানি সরবরাহ কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে৷ এলএবাংলাটাইমস/ওএম