আমেরিকা

অভিবাসন নীতি বাস্তবায়ন নিয়ে বাইডেনের চেষ্টার কমতি

প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন আইন প্রস্তাবে খুশি নন অভিবাসন নিয়ে কাজ করা সংগঠনগুলো। অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন ও এর সাথে সংশ্লিষ্ট মুখপাত্ররা প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে সুনির্দিষ্ট নীতিমালা আশা করেছিল। ক্ষমতায় বসার প্রথমদিনই প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার প্রথম ১০০ দিনেই যুক্তরাষ্ট্রের ভঙ্গুর অভিবাসী নীতিতে আমূল পরিবর্তন আনবেন তিনি। তবে আদতে প্রেসিডেন্ট জো বাইডেন যতোটা আমূল পরিবর্তনের আশা দিয়েছিলেন, তেমনটা পরিলক্ষিত হয়নি। প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসী নীতিতে বেশ রাষ্ট্রশাসনসংক্রান্ত ও সুনির্দিষ্ট বিষয় ছিল। যার ফলে এর মাধ্যমে অভিবাসী নীতিতে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না। অভিবাসী অধিকার নিয়ে কাজ করা ও মানবাধিকার কর্মী গেমা লোওয়ে বলেন, 'বাইডেন তাঁর বিবৃতিতে জানান যে তিনি তার কাজ সমাধা করেছেন। এখন এটি তার হাতে নেই, এটি কংগ্রেসের হাতে। তিনি এই বক্তব্যের মাধ্যমে বিষয়টি পাশ কাটিয়ে যাচ্ছেন। তার উচিত বিলটি পাশ করানো নিয়ে চাপ প্রয়োগ করা'। কংগ্রেসের জয়েন্ট এড্রেসের বক্তব্যে জো বাইডেন বিলটি পাশ করাতে একমত হতে আহবান জানালেও রিপাবলিকানদের বিলটি নিয়ে দ্বিমত রয়েছে। সহজে বিলটি পাশ করানো সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। একই সাথে তিনি একমত না হলেও কিছু ছোটখাটো বিষয়ে একমত হতে রিপাবলিকানদের প্রতি আহবান জানান। অবৈধভাবে কৃষিকাজ করতে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসী ও বৈধ কাগজপত্রহীন শিশুদের জন্য বিল পাশ করতে আহবান জানান। তিনি বলেন, 'আমার পরিকল্পনার সাথে আপনারা একমত না হলেও ক্ষুদ্র প্রস্তাবনাগুলো পাশ করতে আহবান জানাচ্ছি। ড্রিমার্সরা আমেরিকাকেই তাদের ঘর হিসেবে চিনে আসছে'। মানবাধিকার সংগঠনগুলো বলছেন, প্রস্তাবনা বিল পাশ করাতে প্রেসিডেন্ট জো বাইডেনের তৎপর হওয়া উচিত ও কংগ্রেসকে বিল পাশ করাতে চাপ দেওয়া উচিত। এলএবাংলাটাইমস/ওএম