আমেরিকা

ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামে নির্বাচিতদের নাম প্রকাশ

দ্য স্টেট ডিপার্টমেন্ট শনিবার (৮ মে) ২০২২ ডাইভার্সিটি ইমিগ্রেন্ট ভিসা প্রোগ্রাম বা দ্য গ্রিন কার্ড লটারির নির্বাচিতদের নাম প্রকাশ করেছে। প্রতিবছর এই লটারির মাধ্যমে ৫৫ হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনের সুযোগ পায়। যুক্তরাষ্ট্রে যেসব দেশের অভিবাসী কম আছে, তাদের ভিসা দেওয়া হয়। এর আগে ২০১৭ সালে প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রোগ্রামটি থেকে অনেক মুসলিম দেশকে বাতিল করে দেয়৷ ক্ষমতায় বসে জো বাইডেন নিষেধাজ্ঞাটি তুলে নেন জো বাইডেন। ফলে এখন থেকে নিষেধাজ্ঞায় থাকা মুসলিম দেশের নাগরিকেরা আবেদনের সুযোগ পাবে। আবেদনকারী কনস্যুলার অ্যাফেয়ার্স ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদনের বর্তমান প্রক্রিয়া দেখতে পারবে। ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম কী? ডাইভার্সিটি ভিসা প্রোগ্রমের মাধ্যমে প্রতি বছর ৫৫ হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে ভিসার আবেদনের সুযোগ পেয়ে থাকে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগের পাশাপাশি স্থায়ী নাগরিকত্বের সুযোগ দেয়া হয়। এলএবাংলাটাইমস/ওএম