আমেরিকা

কলোরাডোয় পার্টিতে বন্দুক হামলার ঘটনায় মৃত ৭

কলোরাডো স্প্রিংসে একটি জন্মদিনের পার্টিতে এক ব্যক্তি বন্দুক হামলা চালিয়ে ছয়জনকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। রবিবার (৯ মে) মাঝরাতে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানান কলোরাডো স্প্রিংস পুলিশ। কলোরাডো স্প্রিংস পুলিশ সূত্র জানায়, জন্মদিনের পার্টি উদযাপন করতে একটি ভ্রাম্যমাণ পার্কে বেশ কয়েকজন একত্রিত হয়। পুলিশ জানায়, হামলার পর হামলাকারী আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলায় নিহত কোনো নারীর প্রেমিকই এই হামলাকারী। পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারী প্রথমে গাড়ি দিয়ে রেসিডেন্সে প্রবেশ করে। পরে পায়ে হেঁটে ভিতরে ঢুকে পার্টিতে উপস্থিত লোকজনের উপর গুলিবর্ষণ করতে শুরু করে। এতে ছয়জনের মৃত্যু হয়। এরপর ওই হামলাকারী নিজের উপর গুলি চালায়। তবে হামলার কারণ এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মৃতদের সবাই প্রাপ্তবয়স্ক, তবে ওই হামলার সময় বেশ কিছু শিশু ঘটনাস্থলে উপস্থিত ছিলো। হামলায় আহত ব্যক্তি ও হামলাকারী বিষয়ে এর বেশি বৃত্তান্ত প্রকাশ করেনি পুলিশ। স্থানীয় পুলিশ বিবৃতিতে জানান, 'এই হামলায় ছয় প্রাপ্তবয়স্ক ব্যক্তি মারা গেছেন। সেখানে কিছু শিশুও উপস্থিত ছিলো। তাদের উদ্ধার করে স্বজনের কাছে দেওয়া হয়েছে'। রাত ১২টা ৩০ মিনিটের দিকে কেন্টারবারি মোবাইল হোম পার্কে গোলাগুলির রিপোর্টে পুলিশ সেখানে উপস্থিত হয়। এই সময় ছয়জনকে মৃত অবস্থায় ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। কলোরাডো স্প্রিংসের মেয়র জন সুথার্স বলেন, 'এটি একটি কাণ্ডজ্ঞানহীন সহিংস আচরণ। হামলায় মৃত এবং এদের পরিবারের সদস্যদের জন্য শোক ও সমবেদনা'। এর আগে গত ১০ মার্চ কলোরাডো সিটির একটি গ্রোসারে স্টোরে বন্দুক হামলার ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। পরবর্তীতে ওই হামলাকারীকে আটক করে পুলিশ। এলএবাংলাটাইমস/ওএম