আমেরিকা

চালু হচ্ছে কলোনিয়াল পাইপলাইনের জ্বালানি সরবরাহ কার্যক্রম

সাইবার হামলায় টানা পাঁচদিন জ্বালানি সরবরাহ বন্ধ রাখার পর অবশেষে বুধবার (১২ মে) বিকেল থেকে পুনরায় কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে বৃহৎ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কলোনিয়াল পাইপলাইন। এর আগে গত শুক্রবার সাইবার হামলার কবলে পড়ে কলোনিয়াল পাইপলাইনের সকল জ্বালানি সরবরাহ কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। প্রতিদিন ইস্ট কোস্টে ৫ হাজার ৫০০ মাইল লম্বা পাইপলাইন দিয়ে ২ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল জ্বালানি পরিবহণ করা হয়৷ জ্বালানি সরবরাহ কিছুদিন বন্ধ থাকায় জ্বালানি সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধিও হয়। এছাড়া তিনটি রাজ্যে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কলোনিয়াল পাইপলাইন এক বিবৃতিতে জানায়, জ্বালানি সরবরাহ চালু হলেও এটি স্বাভাবিক ছন্দে ফিরতে কিছুদিন সময় লাগতে পারে। বিবৃতিতে জানানো হয়, ' কলোনিয়াল পাইপলাইনের গ্রাহকদের প্রথমদিকে সরবরাহ পেতে অসুবিধার সৃষ্টি হতে পারে'। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানায়, ডার্কসাইড নামের একটি রাশিয়ান হ্যাকার গোষ্ঠী এই হামলার জন্য দায়ী। কলোনিয়াল পাইপলাইন জানায়, হ্যাকারদের দাবি করা অর্থ পরিশোধ করা হবে না। অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব আমেরিকা জানায়, ২০১৪ সালের অক্টোবরের পর আবারো গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রতি গ্যালন গ্যাসের দাম হয়েছে ৩ ডলার ৮ সেন্ট। এলএবাংলাটাইমস/ওএম