আমেরিকা

৫০ ডলার ইন্টারনেট বিল মওকুফের আবেদন শুরু

ইন্টারনেট বিল ৫০ ডলার মওকুফ পেতে মার্কিনীরা আবেদন করতে পারবেন। বুধবার (১২ মে) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের যোগাযোগ সহজ করতে এই ইমার্জেন্সি গভর্নমেন্ট প্রোগ্রাম চালু করা হয়েছে। ডিসেম্বরে পাশ হওয়া ৯০০ বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজ এর আওতায় ৩ দশমিক ২ বিলিয়ন ডলার এই খাতে বরাদ্দ রাখা হয়েছে।   কতো মাস বাসিন্দাদের সুবিধা দেওয়া হবে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েক মাস ধরেই এই প্রকল্পটি চলবে। ১০ মিলিয়ন বাসিন্দা এই সুবিধাটা ভোগের জন্য বিবেচ্য হবে। যাদের ফুড স্টাম্প ক্রয় করতে হয়, যাদের শিশু রয়েছে এবং বিনামূল্যে বা স্বল্পমূল্যে স্কুল লাঞ্চ প্রোগ্রামের আওতাভূক্ত, মেডিকেয়ার সুবিধাভোগী, করোনায় কর্ম হারিয়ে ক্ষতিগ্রস্ত, সিঙ্গেল ফাইলার হিসেবে ৯৯ হাজার এবং জয়েন্ট ফাইলার হিসেবে ১ লাখ ৯৮ হাজার ডলার আয়, তাদের এই সুবিধা দেয়া হবে। বিস্তারিত জানতে- https://getemergencybroadband.org/do-i-qualify/ আবেদন করতে-
https://getemergencybroadband.org/how-to-apply/ এলএবাংলাটাইমস/ওএম