আমেরিকা

উগ্রবাদী হামলা নিয়ে সতর্কবার্তা জারি

উগ্রবাদীদের হামলা নিয়ে সতর্কবার্তা জারি করেছে ইউএস হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তবে ঠিক কারা হামলা চালাতে পারে তা নিশ্চিত করে জানায়নি সিকিউরিটি বিভাগ। শুক্রবার (১৫ মে) জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে হামলার ব্যাপারে গোয়েন্দা তথ্য রয়েছে। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বার্তায় আইএস জঙ্গি দল হামলা চালাতে পারে বলে সতর্ক করা হয়। আগামী ১৩ আগস্ট পর্যন্ত এই সতর্কবার্তা জারি করা হয়েছে। রাশিয়া, চীন ও ইরান থেকে হামলা হতে পারে বলেও ওই সতর্কবার্তায় জানানো হয়। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ উগ্রবাদীদের প্রকাশ্য তৎপরতা দেখা গেছে। হোমল্যান্ডের সতর্কবার্তায় স্পষ্ট উল্লেখ না থাকলেও উগ্রবাদীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ওই সতর্কবার্তায় আরও বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অন্যান্য বিভাগের সহযোগিতায় অপপ্রচারকারীদের ওপর নজরদারি অব্যাহত রেখেছে। তাদের দমন করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম