আমেরিকা

মাসিক শিশুভাতা প্রদান শুরু জুলাই থেকে

জুলাই মাস থেকে যুক্তরাষ্ট্রের ৩৯ মিলিয়ন পরিবার শিশু ভাতার মাসিক অর্থ পেতে শুরু করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৭ মে) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত ১ হাজার ৯০০ কোটি ডলারের প্রণোদনা প্যাকেজের আওতায় এই অর্থ প্রদান করা হবে। প্রায় ৮৮ শতাংশ শিশুর পিতা মাতা এই অর্থ পেতে যাচ্ছে। এই প্যাকেজের আওতায়, ভাতা পাওয়ার মতো যোগ্য বলে বিবেচিত পরিবার ৬ বছরের কম বয়েসী শিশুদের জন্য মাসিক ৩০০ ডলার ও ৬ থেকে ১৭ বছর বয়েসীদের জন্য মাসিক ২৫০ ডলার করে পাবে। প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৫ সাল পর্যন্ত এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের মেয়াদ বর্ধিত করেছেন। এতে শিশু দারিদ্র্যের হার কমবে। এই ধরণের প্রজেক্ট চালাতে বছরে ১০০ বিলিয়ন ডলার খরচ হতে পারে। এলএবাংলাটাইমস/ওএম