সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান 'ট্রাম্প অর্গানাইজেশনের' বিরুদ্ধে ফৌজদারি অপরাধ তদন্ত শুরু হয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এই তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার (১৮ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয় এই তথ্য জানিয়েছে।
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিশিয়া জেমসের মুখপাত্র ফেবিয়েন ল্যাভি বলেন, 'ট্রাম্প অর্গানাইজেশন' এর বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ও এই তদন্তের সঙ্গে যুক্ত রয়েছে।’
ট্রাম্পের প্রতিষ্ঠান সম্পদের মিথ্যা হিসাব দিয়ে ঋণ, আর্থিক বা কর–সুবিধা নিয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
ক্ষমতা ছাড়ার পর সর্বশেষ এই ফৌজদারি অপরাধ তদন্ত শুরুর মধ্য দিয়ে তিনটি তদন্ত চলমান হলো ট্রাম্পের বিরুদ্ধে।
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষে থেকে এই তদন্তের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প অর্গানাইজেশন কোনো মন্তব্য করেনি।
তবে এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, লেতিশিয়া জেমস যে তদন্ত পর্যবেক্ষণ করছেন, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জেমস একজন ডেমোক্র্যাট।
নিউ ইয়র্কের এই তদন্তের সঙ্গে যুক্ত হয়েছেন ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সাইরাস ভ্যানস। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগের দুই বছরের বেশি সময়ে যেসব ব্যবসায়িক চুক্তি করেছেন, তার তদন্ত করছেন সাইরাস ভ্যানস।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম