উইসকনসিন অঙ্গরাজ্যে করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গ্রান্টের আবেদন শুরু হচ্ছে। ৪২০ মিলিয়ন ডলারের গ্রান্টকে বলা হচ্ছে স্মল বিজনেস রিকোভারি গ্রান্টস।
এই গ্রান্টের আওতায়, উইসকনসিনের যেসব ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি বছর গ্রস রেভিনিউ ১০ হাজার ডলার থেকে ৭ মিলিয়ন ডলার, সেসব প্রতিষ্ঠানকে ৫ হাজার ডলার থেকে শুরু করে ৮৪ হাজার ডলার পর্যন্ত গ্রান্টের অর্থ প্রদান করা হবে।
গভর্নর টনি এভারস সোমবার (২৪ মে) জানান, ২৪ মে সকাল ৮টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে জুন মাসের ৭ তারিখ বিকাল ৪টা ৩০ পর্যন্ত।
গভর্নর টনি এভারস বলেন, 'ক্ষুদ্র ব্যবসায়ীদের জানাতে চাই যে সাহায্য সন্নিকটে৷ আবেদনের তারিখ ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত৷ করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ দ্রুত প্রদান নিশ্চিত করা হবে'।
আমেরিকান রেসকিউ প্ল্যান শীর্ষক ফেডারেল প্রোগ্রামের আওতায় এই গ্রান্টের অর্থ প্রদান করা হবে। উইসকনসিন ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন ও ডিপার্টমেন্ট অব রেভিনিউ এর সমন্বিত উদ্যোগে এই গ্রান্ট প্রদান করা হবে।
উইকনসিন ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সিইও মিসি হিউজেস বলেন, 'করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা৷ তাদেরকে এই অর্থ সাহায্য দেওয়া হবে। অল্প একটু সাহায্য পেলেই এসব ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াবে'।
গ্রান্টের জন্য আবেদন করতে ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.revenue.wi.gov/Pages/home.aspx এলএবাংলাটাইমস/ওএম
https://www.revenue.wi.gov/Pages/home.aspx এলএবাংলাটাইমস/ওএম