আমেরিকা

বিমান দূর্ঘটনায় 'টারজান' খ্যাত অভিনেতাসহ ৭ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ন্যাশভিল শহরের কাছে জেট বিমান দূর্ঘটনায় টারজান খ্যাত অভিনেতা জো লারা এবং তার স্ত্রী গোয়েন শাম্বলিন লারাসহ ৭ জনের মৃত্যু হয়েছে। বিমান দূর্ঘটনায় মৃতদের মধ্যে জো লারার পরিবারের আরো সদস্য ও ক্রু রয়েছে । জো লারা টারজান সিনেমায় অভিনয় করে ব্যাপক তারকাখ্যাতি অর্জন করেন। জো লারার স্ত্রী একজন খ্রিস্টান ডায়েট গুরু ও রেমনেন্ট ফেলোশিপ চার্চের ফাউন্ডার। শনিবার (২৯ মে) সকাল ১১টার দিকে এই বিমান দূর্ঘটনাটি হয়। দূর্ঘটনায় বিমানে থাকা সাতজনের সবাই মারা যায়। কর্তৃপক্ষ জানায়, দ্য কেনেসা ৫০১ মডেলের জেট বিমানটি স্মিরনা এয়ারপোর্ট থেকে সাতজনসহ উড্ডয়ন করার কিছুক্ষণ পর ন্যাশভিল শহরের সন্নিকটে পার্সি প্রিস্ট লেকে বিমানটি পড়ে যায়। বিমানটির গন্তব্য ছিলো ফ্লোরিডা পাম বিচ। রাদারফোর্ড কাউন্টি কর্তৃপক্ষ জানায়, দূর্ঘটনায় অভিনেতা জো লারা, তার স্ত্রী গোয়েন লারা, তাদের নাতি ব্র‍্যান্ডন হেনা, দুই বিবাহিত দম্পতি জেনিফার ও ডেভিড মার্টিন এবং জেসিকা ও জনাথন ওয়াল্টার্সের মৃত্যু হয়। বিমান দূর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কর্তৃপক্ষ। ডাইভ টিম ইতোমধ্যে লেক থেকে বিমানের বিভিন্ন অংশ ও মৃতদেহ উদ্ধার করেছে৷ উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে৷ বিমানের ক্রু'দের মধ্যে কেউ হতাহত হয়েছে কী না- তার অনুসন্ধান চলছে। এলএবাংলাটাইমস/ওএম