আমেরিকা

দাম বেড়েছে টেসলা গাড়ির, নেপথ্যে কাঁচামাল সংকট

দাম বেড়েছে ইলেট্রিক কার টেসলার। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানান, অটো ইন্ডাস্ট্রিতে সাপ্লাই চেইনের চাপ বেড়ে যাওয়ায় টেসলা গাড়ির দাম বেড়েছে। সোমবার (৩১ মে) এই টুইটার বিবৃতিতে ইলন মাস্ক জানান, মূলত কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে টেসলার দাম বাড়ছে। টুইট বার্তায় ইলন মাস্ক লিখেন, 'সাপ্লাই চেইনে বড় রকমের চাপ বাড়ায় গাড়ির দাম বাড়ছে। বিশেষ করে কাঁচামালের দাম বাড়ছে'। মে মাসে টেসলার মডেল থ্রি এবং মডেল ওয়াই গাড়ির দাম বাড়ে। কয়েক মাসের মধ্যে এই গাড়ির দাম বেড়েছে পাঁচবার। এর আগে এপ্রিল মাসে ইলন মাস্ক এক কনফারেন্সে বলেন, 'টেসলা বেশ কিছু কঠিন সাপ্লাই চেইন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে চিপ সংকট'। এদিকে, দাম বাড়ানো নিয়ে বেশ হতাশা প্রকাশ করছেন টেসলার সম্ভাব্য ক্রেতারা। এছাড়া সম্প্রতি টেসলার ওয়াই মডেল থেকে লুম্বার সাপোর্ট ফিচার উঠে গেছে। এ নিয়েও আক্ষেপ করেছেন ক্রেতারা। এলএবাংলাটাইমস/ওএম