আমেরিকা

সর্ববৃহৎ মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানে সাইবার হামলা!

বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান কলোনিয়াল পাইপলাইনে সাইবার হামলার পর এবার হ্যাকাররা বিশ্বের বৃহৎ মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান 'জেবিএস' হামলা চালিয়েছে। হ্যাকাররা জেবিএসের কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করে। এর ফলে সাময়িক সময়ের জন্য অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রের কিছু অংশে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় লাখো কর্মী। হোয়াইট হাউজ বিবৃতিতে জানায়, রেনসমওয়্যার অ্যাটাকটি রাশিয়াভিত্তিক কোনো 'সন্ত্রাসী' হ্যাকার গ্রুপের কাজ বলে বিশ্বাস করছে জেবিএস। এই হামলার ফলে মাংসের ঘাটতি দেখা দিতে পারে বা সাময়িক সময়ের জন্য দাম বেড়ে যেতে পারে। হ্যাকাররা জেবিএসের কম্পিউটার প্রোগ্রাম হাতিয়ে মুক্তিপণ দাবি করেছে। অন্যথায় কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ ফাইল মুছে দেওয়ার হুমকি দেয় হ্যাকার চক্রটি। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এই ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের মুখপাত্র কারিন-জিন পিয়েরে বলেন, 'রাশিয়াভিত্তিক কোনো হ্যাকার গোষ্ঠী এই সাইবার হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে'। তিনি বলেন, 'হোয়াইট হাউজ সরাসরি রাশিয়ার সরকারের সাথে এই হামলা বিষয়ে কথা বলবে'। জেবিএস এক বিবৃতিতে জানায়, 'সাইবার হামলায় বেহাত হওয়া অনেক প্রোগ্রাম নিজেদের আওতায় আনা সম্ভব হয়েছে। আগামী বুধবারের মধ্যে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে'। জেবিএস জানায়, 'হামলার পরে প্রতিষ্ঠানের আইটি সেক্টর বন্ধ করে দেওয়া হয়। তবে প্রতিষ্ঠানটির অন্য সার্ভার হ্যাক করা সম্ভব হয়নি'। জেবিএস বিশ্বের বৃহৎ মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান। বিশ্বের ১৫টি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বজুড়ে কর্মী রয়েছে ১ লাখ ৫০ হাজার জন। এলএবাংলাটাইমস/ওএম