আমেরিকা

ফেসবুক থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ট্রাম্প

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুই বছরের জন্য নিষিদ্ধ করলো ফেসবুক ইনকর্পোরেশন। এর আগে গত ছয় জানুয়ারি উগ্র ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালায়। এই হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ফেসবুক, ইনসটাগ্রাম ও টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে। গত মাসে ফেসবুকের অভারসাইট বোর্ড কমিটি ডোনাল্ড ট্রাম্পের আইডি স্থায়ীভাবে নিষিদ্ধের ব্যাপারে আপত্তি জানায়৷ এর আগে ফেসবুক বিবৃতিতে জানায়, ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রম ফেসবুকের 'নিয়ম পরিপন্থী'। ডোনাল্ড ট্রাম্প বিবৃতিতে বলেন, যারা গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে আমাকে ভোট দিয়েছিলো, তাদের প্রতি এটি অসম্মানজনক আচরণ। সাম্প্রতিক সময়ে রাজনীতি বিষয়ক পোস্টের নীতি পরিবর্তন করেছে ফেসবুক। এরই প্রেক্ষিতে ট্রাম্পের নিষেধাজ্ঞা দুই বছরের জন্য বহাল রাখা হয়েছে। ফেসবুকের গ্লোবাল অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ এক পোস্টের মাধ্যমে জানান, চলতি বছরের ৭ জানুয়ারি থেকে ট্রাম্পের অ্যাকাউন্টের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। পোস্টে আরো বলা হয়, 'সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রম আমাদের ফেসবুকের নিয়ম ভঙ্গ করেছে। একই সাথে এটির ফলে বড় একটি ঘটনার জন্ম হয়েছে। তাই আমরা সর্বোচ্চ নিষেধাজ্ঞা বহাল রাখছি'। 'যদি ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে আরো ঝুঁকির সম্ভাবনা থাকে, তবে নিষেধাজ্ঞা আরো বাড়তে পারে'- পোস্টে উল্লেখ করা হয়। এদিকে সেভ আমেরিকা পলিটিক্যাল অ্যাকশন কমিটির ইস্যুকৃত বিবৃতির মাধ্যমে ট্রাম্প বলেন, 'যেই ৭৫ মিলিয়ন বাসিন্দা আমাদের ভোট দিয়েছিলো, ফেসবুকের নিষেধাজ্ঞা তাদের প্রতি অসম্মানজনক'। এলএবাংলাটাইমস/ওএম