আমেরিকা

অবকাঠামোগত উন্নয়নে রিপাবলিকানদের নয়া প্রস্তাব, বাইডেনের প্রত্যাখ্যান

প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত অবকাঠামোগত উন্নয়ন বিল পাশে চরম মতানৈক্য সৃষ্টি হয়েছে। জো বাইডেন এবং রিপাবলিকান আইনপ্রণেতারা এখনো এই বিষয়ে একমত হতে পারেননি। এই বিল বিষয়ে রিপানলিকানদের অন্যতম প্রধান আলোচক সিনেটর শ্যালি ম্যুরে ক্যাপিটো পূর্বের প্রস্তাবিত বিলের সাথে আরো ৫০ বিলিয়ন যোগ করে নতুন প্রস্তাব পেশ করেন। এর আগের প্রস্তাবনায় রিপাবলিকানরা অবকাঠামো উন্নয়নের জন্য ২৫৭ বিলিয়ন বাজেট প্রস্তাব করেন৷ আর প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমে দুই দশমিক দুই পাঁচ ট্রিলিয়ন ডলার প্রস্তাব করলেও পরবর্তীতে এক ট্রিলিয়ন ডলার পাশ করাতে রিপাবলিকানদের প্রতি আর্জি জানান। তবে অবকাঠামোগত উন্নয়নে রিপাবলিকানদের ৩০৭ বিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, 'এই পরিমাণ অর্থ দিয়ে অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সংকট ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবেনা'। আগামী সোমবার এই বিষয় নিয়ে আবার আলোচনা করতে সম্মত হোন দুই দলের আইনপ্রণেতারা। তবে আলোচনা ফলপ্রসূ না হলে অন্য রিপাবলিকানদের সাথে জোট বেঁধে বা শুধু ডেমোক্রেটিকরা মিলেই এই বিল পাশ করাবে বলেও বার্তা দিয়ে রেখেছে হোয়াইট হাউজ। এর আগে জো বাইডেন বলেন, অবকাঠামো উন্নয়ন করার জন্য এক ট্রিলিয়ন ডলার পাশ হলে কর্পোরেট ট্যাক্সও এতো বৃদ্ধি করা হবে না। আগে কর্পোরেট ট্যাক্স ২৮ শতাংশে উন্নীত করতে প্রস্তাব করেন জো বাইডেন। পরে সর্বনিম্ন কর্পোরেট ট্যাক্স ১৫ শতাংশ করার ব্যাপারে সম্মত হোন তিনি। রিপাবলিকান আইনপ্রণেতারা বলেন, রাস্তা-ব্রিজ এসব সংস্কারের জন্য কর্পোরেট ট্যাক্স ২৮ শতাংশে উন্নীত করা অযৌক্তিক। এলএবাংলাটাইমস/ওএম