আমেরিকা

রিপোর্টারদের তথ্য চুরি বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে

দ্য ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজি) জানিয়েছে, রিপোর্টারদের তথ্য চুরি ও ফোনালাপ রেকর্ড হাতিয়ে নেওয়ার মতো বিষয়গুলো বন্ধ করা হচ্ছে। মূলত সোর্স জানতে বিচার বিভাগ কতৃক নিউ ইয়র্ক টাইমসের চারজন রিপোর্টারের ই-মেইল থেকে তথ্য চুরি এবং ফোনালাপ রেকর্ড সংগ্রহের চেষ্টার ঘটনা ফাঁস হয়ে যায়। রিপাবলিকান ও ডেমোক্রেটিক- দুই দলই ক্ষমতায় থাকাকালীন এই চেষ্টা চালায়। তবে রিপোর্টারদের তথ্য চুরির বিষয়টি আদালত কর্তৃক এই বছরই নিষিদ্ধ হয়েছে৷ ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রসঙ্গে বলেন, 'এই কাজটি পুরোপুরি বেঠিক'। গত কয়েক সপ্তাহ যাবত চড়াও হয়েছে যে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামল থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাংবাদিকের তথ্য চুরির চেষ্টা চালায় বিচার বিভাগ। তবে সম্প্রতি বিচার বিভাগ জানায়, তারা এই ধরণের অপচর্চার অবসান ঘটাতে চাইছে। এলএবাংলাটাইমস/ওএম